প্রকাশিত: Sun, May 12, 2024 11:45 AM
আপডেট: Sun, Jan 25, 2026 7:30 PM

বিদায় রনোভাই

আফসান চৌধুরী : [১] ৬০-৭০ দশকের বেড়ে ওঠা মানুষদের কাছে হায়দার আকবর খান রনো একটি স্মরণীয় নাম। উনার ভাই মিলে রনো-জুনো জুটি হিসেবে অনেকের কাছেই পরিচিত। ভালো মানুষ ছিলেন। বাম রাজনীতি করেন যখন তার সবচেয়ে সবল কাল ছিল, মুক্তিযুদ্ধ করেন দেশের ভেতরে থেকে। মান্নান ভূইয়াঁর নেতৃত্বে লৌহজং এলাকায় গড়ে তোলেন ‘মুক্ত’ এলাকা। ইন্ডিয়ায় গিয়েছিলেন, মুজিবনগর সরকারের সাথে যোগাযোগ হয়। তবে উনারা আলাদাভাবে যুদ্ধ করেন। [২] বাম রাজনীতি আর তেমন নেই। কেন নেই সেটা অন্য আলাপ। তবে বামদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ছিল, এখনো আছে। তিনিও তার মাঝে পরে যান। এই চীনপন্থী মানুষ রাশিয়াপন্থী হলেন কীভাবে ভাবতাম। এতে তিনি একা ছিলেন না। আমার সাথে পার্সোনাল পরিচয় ছিল, তাই মনটা বিষণ্ন। ভালো থাকবেন রনোভাই। আপনার মতো আপনি কাজ করে গেছেন, বাকিটা তো ইতিহাসের হাতে। বিদায়। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক